ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু।


আপডেট সময় : ২০২৫-০৮-১১ ১২:৫১:৩২
দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু। দূর্গাপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু।
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি।
 
রাজশাহীর দুর্গাপুরে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হাসিবুল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ওই ঘটনার জের ধরে ফের হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওয়াজেদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া নারীসহ আরও দুইজন আহত হয়েছে।
 
 
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
নিহত ওয়াজেদ আলী হোজা অনন্তকান্দি গ্রামের দলিম উদ্দিনের ছেলে। এছাড়া আহতরা নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫৫) ও ছেলে মাসুম আলী (২৮)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ওয়াজেদ আলী স্ত্রী ও ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরেজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল (৩৬), ফয়সাল (২০), এমদাদুল (৪৫), হান্নান (৫০), মান্নান (৫৫) সহ প্রায় ১০-১৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালায়।
 
হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। স্ত্রী লাইলী বেগম ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলীর মৃত্যু হয়।
 
নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, আমার স্বামী ও সন্তান আদালত থেকে জামিনে এসেছেন। তবুও প্রতিপক্ষের ভয়ে আমরা নিজ বাড়িতে উঠতে পারি না। নানা সময় তারা হুমকি-ধামকি দেয়। এজন্য আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে থাকি। আজ সকালে পান বরজে কাজ করতে গেলে হামলাকারীরা আমার স্বামী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এমনকি আমাকে হাত-পা ভেঙে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে।
 
উল্লেখ্য, গত ১৪ মে একই গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। সেই মামলার (দুর্গাপুর থানার মামলা নং-১৩, তারিখ ১৫ মে ২০২৫) এজাহারনামীয় আসামী ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন তিনি। স্থানীয়দের দাবি, ওই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
 
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ