তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাব নালিতাবাড়ীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান ও সদস্য হারুন অর রশিদ।
সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ারসহ আরও অনেকে।
বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকদের ওপর কোনো ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না।
মানববন্ধনে নালিতাবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।