ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ২২:৫০:৫১
কালকিনিতে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক। ​ 

মাদারীপুরের কালকিনিতে গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) সকালে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত বক্তারা ওই সাহসী সাংবাদিককে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, “চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণের কারণে তুহিনকে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে সরাসরি আঘাত করেছে।” সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি ও সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকার কে নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র আন্তরিক নয়।”

এসময় উপস্থিত ছিলেন, যুগান্তরের সাংবাদিক এইচ এম মিলন, জনকন্ঠের সাংবাদিক মো. জাফরুল হাসান, রুপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক নাসিরউদ্দিন ফকির লিটন, আনন্দ টিভির সাংবাদিক ম.ম. হারুন অর-রশিদ, সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিম, মাই টিভির সাংবাদিক জিয়াউদ্দিন লিয়াকত, স্বদেশ প্রতিদিনের সাংবাদিক সাহাদত হোসেন ওয়াসিম, এশিয়ান টিভির সাংবাদিক শাহজালাল, চ্যানেল এস টিভির সাংবাদিক ইব্রাহিম সবুজ, সাংবাদিক খন্দকার শামিম হোসেন, সাংবাদিক আবির হাসান পারভেজ, সাংবাদিক রাজু আহম্মেদ, একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান, সাংবাদিক রাজিব, সাংবাদিক ইশতিয়াক আহম্মেদ চনচল, সাংবাদিক আজাদ হোসেন, সাংবাদিক মাসুম হোসেন, সাংবাদিক সৈয়দ শামিম, সাংবাদিক মাসুদ, সাংবাদিক বেলায়েত হোসেন, সাংবাদিক আজাহার উদ্দিন ও সাংবাদিক ইমরান প্রমুখ।  



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ