তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীতে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়ুথ পাওয়ার সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং সকলের আন্তরিক সহযোগিতায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য অর্থ সংরক্ষণ।
৩১ জুলাই (বৃহস্পতিবার) ও ৫ আগস্ট (মঙ্গলবার) দুই দিন কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়ুথ পাওয়ারের সদস্যরা নালিতাবাড়ী বাজারের বিভিন্ন দোকান থেকে অর্থ সংরক্ষণ করে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। দুই দিনে অর্থ সংরক্ষণ করেন, প্রায় ২৫ হাজার টাকা।
নালিতাবাড়ীতে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়ুথ পাওয়ার সংগঠনের সদস্যদের সংরক্ষিত অর্থ হস্তান্তর করেন, মাস্তুল ফাউন্ডেশন এর কাছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের এর উদ্দেশ্যে। মাস্তুল ফাউন্ডেশন থেকে জানান, আগামী ২০ আগস্ট এই অর্থ ফিলিস্তিনের উদ্দেশ্যে পাঠানো হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সহযোগিতার জন্য গভীর সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে একসাথে কাজ করার আগ্রহ জানানো হয়।