ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ২১:৪৪:২৯
বর্ণিল আয়োজনে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক বর্ণিল আয়োজনে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক
 
নিজস্ব প্রতিবেদক 
 
রাজধানীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ)-এর অভিষেক অনুষ্ঠান। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঢাকায় অবস্থানরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনের অভিষেক অনুষ্ঠান হয়ে ওঠে মিলনমেলা ও প্রাণের উৎসব।
 
সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “মির্জাগঞ্জের সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে এতো সুন্দর আয়োজন করেছে এটি সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকরা সমাজের দর্পণ, অথচ তাদের যথাযথ মূল্যায়ন অনেক সময়ই হয় না। রাষ্ট্রসহ সকলকে সাংবাদিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার, বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমীন শিপার, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ, ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি শাহাবুদ্দিন খান, মির্জাগঞ্জ উপজেলা উন্নয়ন সংসদের সভাপতি ড. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম আকাশ, পটুয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ডা. সাইফুল আজম রঞ্জু প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ‘পায়রার ডাক’ নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বিশেষ অতিথিদের বক্তব্যে মির্জাগঞ্জের উন্নয়নে এমজেএফসহ সকল প্রবাসী মির্জাগঞ্জবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
 
সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সজীব অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানান, এবং মির্জাগঞ্জের সমস্যা ও সম্ভাবনায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
অনুষ্ঠান শেষে অতিথিদের ডিনারে আপ্যায়ন ও সদস্যদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ