ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যেসব বন্দর লোকসানে চলছে সেগুলো বন্ধ করা হবে হিলিতে নৌ-পরিবহন উপদেষ্টার ঘোষণা


আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ২১:২৮:৩৮
যেসব বন্দর লোকসানে চলছে সেগুলো বন্ধ করা হবে হিলিতে নৌ-পরিবহন উপদেষ্টার ঘোষণা যেসব বন্দর লোকসানে চলছে সেগুলো বন্ধ করা হবে হিলিতে নৌ-পরিবহন উপদেষ্টার ঘোষণা
 
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যে সকল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম তেমন নয় এবং লোকসানে চলছে, সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে।
 
শনিবার (৯ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশের ২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্ধ করার পরিকল্পনা ছিল, ইতোমধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। কার্যকরী বন্দরের সংখ্যা মাত্র ১২-১৪টি। লোকসানে চলা বন্দরগুলো আধুনিকায়নের কোনও অর্থ নেই যেখানে আয় খুবই কম অথচ খরচ বেশি। বড় ও কার্যকরী বন্দরগুলোর আধুনিকায়ন করা হবে।
 
এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ