মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ময়মনসিংহে গণফোরাম আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা ও মহানগর গণফোরাম আয়োজিত শোক সভা আজ ৯ আগস্ট শনিবার বিকাল তিনটায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গণফোরামের উপদেষ্টা সিনিয়র আইনজীবী এএইচএম খালেকুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরাম এর সভাপতি পরিষদ সদস্য এডভোকেট সেলিম আকবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ ফোরাম সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত, গণফোরামের কোষাধক্ষ্য শাহ নুরুজ্জামান,গণফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম।
বক্তব্য রাখেন, গণ ফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবী এ কে এম রায়হানউদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন, গণফোরাম এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শোক সভা উদযাপন কমিটির সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু ও যুগ্ন আহবায় নোমানুর রশিদ নোমান।