ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

banews
আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ২১:০৯:২৬
গোপালগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
 
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।

গোপালগঞ্জে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তুরজাউন মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে, যৌথ বাহিনী। শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের  ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
এতথ্য নিশ্চিত করেছেন, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান। আটক তুরজাউন মোল্লা (৩০) নড়াইল জেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।
 
অভিযানের সময় তার কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা সহ ১টি পালসার মোটরসাইকেল, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা ২৬০ টাকা উদ্ধার করা হয়।
 
ওসি সাজেদুর রহমান বলেন, শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তুরজাউনকে ৪৮৫ পিস ইয়াবা সহ আটক করে যৌথবাহিনী। তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটক তুরজাউনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ