ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাসির উল্লাহ কে গ্রেফতার করেছেন র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ২১:০১:৪৭
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাসির উল্লাহ কে গ্রেফতার করেছেন র‌্যাব। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাসির উল্লাহ কে গ্রেফতার করেছেন র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাসির উল্লাহ (৫৪) রাজধানীর চকবাজার হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

র‌্যাব-১০ একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাসির উল্লাহ (৫৪)’কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ নাসির উল্লাহ @ নাসির (৫৪), পিতা- মৃত আবুল কাশেম মাষ্টার, সাং- চর বাউশিয়া বড়কান্দি, থানা- গজারিয়া, থানা- মুন্সিগঞ্জ এর বিরুদ্ধে জিআর নং- ১৮১/০২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল, যার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। তবে রায়ের পর থেকে সে পলাতক ছিল এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ০৯/০৮/২০২৫ তারিখ ১৩.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকা চকবাজার থানাধীন চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ