প্রতিনিধি বাউফল উপজেলা
খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আইয়ুব বিন মুসাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ ( বাউফল) আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
আজ ০৯/০৮/২৫ রোজ শনিবার দুপুর ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিস বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মুহাম্মদ মুনতাসির আলী। উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী -২ সংসদীয় আসনে আলহাজ্ব মাওলানা আইয়ুব বিন মুসাকে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়।