ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাদ থেকে ফেলে যুবক হত্যার ঘটনায় ০২ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৯ ১৮:০৪:১৯
সিলেটে ছাদ থেকে ফেলে যুবক হত্যার ঘটনায় ০২ জন গ্রেফতার। সিলেটে ছাদ থেকে ফেলে যুবক হত্যার ঘটনায় ০২ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে সিলেটে ছাদ থেকে ফেলে যুবক হত্যার ঘটনায় ০২ জন গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮/০৬/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২১.৩০ ঘটিকায় ভিকটিম আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে অপহরন করে কোতয়ালী থানার আম্বরখানাস্থ ব্রিটানিয়া আবাসিক হোটেল এর পাশে একটি বিল্ডিং এর পাঁচ তলা ছাদে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং তাদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে বিবাদীগন ভিকটিমের কাছে আরোও, পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিম মুক্তিপণ দিতে অস্বীকার করায় তাকে অনেক মারধর করে এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভিকটিম আবুল হাসানকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ছাদ থেকে পরে ভিকটিম গুরুতর ভাবে জখম হয় এবং তার মৃত্যু হয়েছে ভেবে বিবাদীগন সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের চাচাতো ভাই মিনহাজ ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

গত ১৯/০৬/২০২৪ ইং তারিখে ভিকটিম উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিলেট জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট এবং র‌্যাব-৩ এর একটি যৌথ আভিযানিক দল গত ০৮ আগষ্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২২:৩০ ঘটিকার সময় ডিএমপি ধানমন্ডি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রঃ এসএমপি সিলেট এর কোতয়ালী থানার এফআইআর নং-২৬, তারিখ- ২১/০৬/২০২৫ ইং, ধারা- ৩০২/ ৩৬৪/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড ১৮৬০; মূলে সিলেট জেলার কোতয়ালী থানাধীন আবুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী- মোঃ নাজমুল হোসেন@রায়হান (২০), পিতা- মোঃ আঃ মজিদ, সাং- পূর্ব কাড়াবাল্লা, থানা- কানাইঘাট, জেলা- সিলেট। উক্ত আসামীর তথ্য মতে, দিনের অপর আরেকটি অভিযানে আনুমানিক রাত ২৩:৩০ ঘটিকার সময় এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন মজুমদারি কোনাপারা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার তদন্তে প্রাপ্ত আরেকজন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- রাজু (১৮), পিতা- গোলাম কিবরিয়া, সাং- রাজাপুর, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের এসএমপি, সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ