ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুদিন পর প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার।
আপডেট সময় :
২০২৫-০৮-০৮ ২১:০৬:৪৬
ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুদিন পর প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার।
মোঃ অপু খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার দুদিন পর ফারুক মুন্সি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা জাকির মেম্বারের বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে ফারুক মুন্সী (৩৫)গত ৬ আগস্ট দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরে তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পর ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ফারুক মুন্সি দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল শুক্রবার (৮ আগষ্ট) সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে ফারুক মুন্সির লাশ দেখতে পায় এলাকাবাসী পরে পরিবারের লোক ও থানা পুলিশকে খবর দিলে পরিবারের লোক ফারুক মুন্সির লাশ সনাক্ত করে।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং এসআই জাহাঙ্গীর আলম মৃত ফারুক মুন্সির লাশের শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে পরিবারের লোক ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দাখিল করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া জানান, মৃত ফারুক মুন্সি দুদিন ধরে নিখোঁজ ছিল তার স্ত্রী থানা একটি সাধারণ ডায়েরি করেছে। শুক্রবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামল হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স