মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকা থেকে র্যাবের অভিযানে অটো ইজিবাইক চালক হত্যা মামলার মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে ব্যাব-১০।
৭ আগষ্ট বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ব্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর ২০২ সন্ধ্যা অনুমান ৬টায় সময় অটো ইজিবাইক চালক মো: আশরাফুল ইসলাম (৩০) জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো ইজিবাইক নিয়ে বাসা হতে বের হয়। একই তারিখ রাত ৭.৪৫ ঘটিকার সময় স্থানীয় লোকজন আশরাফুলকে গলাকাটা অবস্থায় গোয়ালীমান্দ্রা বটতলা হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে ডিসিস্ট আশরাফুলের মাটিতে লিখে যাওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে জানা যায় যে, গত ২৯সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যা অনুমান ৬টায় সময় মুন্সীগঞ্জে শ্রীনগর থানাধীন বাঘড়া সাকিনস্ত তালুকদারের বাড়ির সামনে হতে আসামী মো: আকরাম মোল্লা (২৮)’সহ অপরাপর আসামীগণ লৌহজং যাওয়ার উদ্দেশ্যে অটো ইজিবাইকটি ভাড়া করেন।
একই তারিখ সন্ধ্যা সাড়ে ৭টা সময় লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা হলদিয়া পাকা রাস্তার কারপাশা সাকিনস্ত চাঁনকার ব্রীজে পৌছামাত্র আসামী মো: আকরাম মোল্লা (২৮) পিছন হতে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে এবং আসামী হাসান ডিসিস্টের ডান হাত চেপে ধরে ও আসামী রাজেন ডিসিস্টের বাম হাত চেপে ধরে। তখন পিছন হতে আসামী রুবেল তার হাতে থাকা একটি স্টিলের তৈরী প্লাষ্টিকের বাট যুক্ত একপাশে ধারালো চাকু যা বাটসহ লম্বা অনুমান ১০.৫ ইঞ্চি দিয়ে ডিসিস্ট মো: আশরাফুল ইসলামের গলায় পোঁচ দিয়ে শ্বাসনালী কেটে ফেলে এবং আসামীগণ অনুমান ১,২০,০০০/- টাকা মূল্যমানের অটো ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
নিহতের বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৬, তারিখ- ৩০সেপ্টেম্বর২০২০ খ্রিঃ, ধারা- ৩৯৪/৩০২/৪১২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলাটির বিজ্ঞ আদালত কর্তৃক বিচারকার্য শেষে আসামী মো: আকরাম মোল্লা (২৮), পিতা- সুরত আলী মোল্লা, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারার অপরাধে মৃত্যুদন্ডসহ ২০,০০০/- টাকার অর্থদন্ডে এবং ৩৯৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- অর্থ দন্ড অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ৭আগষ্ট ২০২৫ বিকাল অনুমান ৩টা.১৫মি. ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে হতে উক্ত সাজা পরোয়ানাভূক্ত আসামী মো: আকরাম মোল্লা (২৮), পিতা- সুরত আলী মোল্লা, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
র্যাবের সিনি.সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।