বিএনপি ক্ষমতায় গেলে কুশিয়ারাপারে ব্যাপক উন্নয়ন হবে: ফয়সল চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট।
বিএনপি ক্ষমতায় গেলে কুশিয়ারাপারে ব্যাপক উন্নয়ন হবে: ফয়সল চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট।
নিজস্ব প্রতিবেদক।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রাজনীতি করি।
তিনি বলেন, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কুশিয়ারা তীরবর্তী বিশাল জনগোষ্ঠীর একটি স্বপ্নের নাম বসন্তপুর-কটলিপাড়া সড়ক। এই সড়কটি নিয়ে গোটা এলাকার মানুষের সাথে বছরের পর বছর প্রতারণা করা হয়েছে। প্রায় ৫০ বছরেও এই রাস্তাটি সম্পন্ন করা হয়নি।
বিশেষ করে আওয়ামী লীগের এমপি আত্মগোপনে থাকা নুরুল ইসলাম নাহিদ এই সড়কটির লোভ দেখিয়ে সহজ সরল মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন। নইলে দুইবারের শিক্ষামন্ত্রী আর বৈধ অবৈধ মিলে ৫ বছরের সংসদ সদস্য হয়েও এই সামান্য কয়েক কিলোমিটার সড়ক সম্পন্ন করেন নি।
নিজের আখের গোছাতে তারা এতই ব্যস্ত ছিলেন। মানুষ ক্ষুব্ধ হলে সামান্য কয়েক ফুট বা হাফ কিলোমিটা, কখনোবা এক আধ কিলোমিটার কাজ করাতেন তিনি আর এলাকায় এসে জনগনের সাথে ধাপ্পাবাজী করতেন। কিন্তু আমরা ধাপ্পাবাজ নই। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে এবং আমি সবার ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হলে এই রাস্তা আরও প্রশ্বস্ত করে অবশ্যই সম্পন্ন করা হবে। এছাড়া সবকটি গ্রামীন সড়কের ব্যাপক উন্নয়ন হবে।
ফয়সল চৌধুরী বলেন, আমরা আগামীতে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যুব শক্তিকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে দেশে বিদেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ বাজারে বিয়ানীবাজারের ৮নং তিলপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৮নং তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবাদুল হকের সঞ্চালনায় অনুষ্টিত জনসভায় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা আগামীর বাংলাদেশের মুক্তির সনদ। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এর সুফলগুলো জনগনের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে সফল করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এমএ মান্নান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মদনমোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহŸায়ক তানজিম আহমদ, যুগ্ম আহŸায়ক জায়দুল ইসলাম শিপু, জিয়া সাইবার ফোর্সের আহŸায়ক সালাউদ্দিন, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমাদ, সদর ইউনিয়ন ছাত্রদর সভাপতি মারজান আহমদ, দফতর সম্পাদক তানজিল আহমদ, যুবদল নেতা খালেদ আহমদ, এমরান আহমদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কফিন উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল উদ্দিন ইউপি সদস্য, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বলাই, সাধারণ সম্পাদক মস্তফা উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল হক, সাধারণ সম্পাদক এমএ কাসেম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম দুলু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান ও সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আতিক উদ্দিন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মারুপ উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য রেজাউল কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক জায়দুল ইসলাম শিপু, বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল আহমদ শুকুর, সহ সভাপতি সাইফুর রহমান উজ্জল, সদস্য রেজা, ইমন, জাহিদ, আতিক, নয়ন, রেদোয়ান।
এছাড়াও, বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স