দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি : প্রেসক্লাব ফেডারেশন ও গ্রীনল্যান্ড ম্যান পাওয়ার সার্ভিস লি: এর যৌথ উদ্যোগে দেশ বরণ্য সাংবাদিক সাঈদুর রহমান রহমান রিমনের রুহের মাগফিরাত কামনায় কুড়িল চৌরাস্তাহস্ত নিজস্ব কার্যালয়ে বিকাল পাঁচটায় গ্রীনল্যান্ড ম্যান পাওয়ার সার্ভিস লি: এর চেয়ারম্যান এম আনিসুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সাঈদুর রহমান রিমন ছিলেন একজন আদর্শ মানের সাংবাদিক। তার লেখনীর মাধ্যমে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন এবং অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে অবদান রেখেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব ফেডারেশনের আহবায়ক ও ঢাকা প্রেসক্লাব সভাপতি আওরঙ্গজেব কামাল।
তিনি এ সময় বলেন, সাংবাদিক সাঈদুর রহমান রিমন ছিলেন একজন নির্ভীক ও স্পষ্টবাদী কলমযোদ্ধা। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। তিনি শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য নিবেদিত একজন অভিভাবক এবং পথপ্রদর্শক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুল ইসলাম লিমন, আয়নাল দেওয়ান, মোঃ ওয়াহিদুজ্জামান খান পাপেল, মোঃ ফরিদ হোসেন, মোঃ রিপন মিয়া, আব্দুর রহমান সানি, মোঃ রিয়াদ হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ওবায়দুর রহমান, আশিক, রিপন প্রমুখ। এ সময তা রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ৩০ জুলাই, ২০২৩ তারিখে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, পাঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স