ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় ভোগান্তির রাস্তা মেরামত করলেন ডাঃ জিন্নাত।


আপডেট সময় : ২০২৫-০৮-০৭ ১৭:২২:৪৭
কয়রায় ভোগান্তির রাস্তা মেরামত করলেন ডাঃ জিন্নাত। কয়রায় ভোগান্তির রাস্তা মেরামত করলেন ডাঃ জিন্নাত।
 
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি।
 
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের চাঁদআলী রাস্তা সংষ্কার করে দিলেন বামিয়া গ্রামের মৃত শামসুর রহমান গাজীর এর পুত্র আলহাজ্ব ডাঃ মোঃ জিন্নাত আলী। চাঁদআলী কয়রা সেতুর পশ্চিম পাড়ে এখানে অবস্থিত পাইকারী মাছের আড়ত, অনেক গুলো অটো রাইচ মিল।

এখন থেকে কয়রা খুলনা মেইন রাস্তার উঠার জায়গাটা উঁচু হওয়ায় প্রায় প্রতিদিন এখানে ভ্যান, মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন উল্লে পড়ে যেয়ে দূঘটনায় পতিত হত।

এমন কি এই দূঘটনায় পতিত হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিগত দিনে কোন জনপ্রতিনিধি এটা মেরামতের পদক্ষেপ নেয়নি।
ডাঃ জিন্নাত তার বাবা মা ও জুলাইয়ে নিহত শহীদদের রুহের মাগফিরাতে নিজ অর্থায়নে এই রাস্তাটি সংষ্কার এর পদক্ষেপ নেন।

বৃহস্পতিবার সকালে দেখা যায় যে ২০থেকে ২৫ জন শ্রমিক নিয়ে ডাঃ জিন্নাত এই রাস্তাটি সংষ্কার করছেন। বাগালী ইউনিয়নে জলবন্ধতা নিরশনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডাঃ জিন্নাত আলী। এই রাস্তাটি সংষ্কারের এই মহতি কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।
 
শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি
 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ