ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫ , ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খাতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৬ ২১:২৮:৩৭
দক্ষিণ সুরমায় মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খাতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ। দক্ষিণ সুরমায় মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খাতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুরমার কৃতিসন্তান, সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলাবাসীর আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মহফিল ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার বাদ আছর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতমে কোরআন শেষে দোয়া মাহফিল ও মসজিদ প্রাঙ্গণে দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা  ফালাকুজ্জামান জগলু,, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, বদরুল ইসলাম জয়দু, আত্তর আলী, গুলজার আহমদ, শাহ মাহমদ আলী, আমিনুর রহমান চৌধুরী, ফয়জুর রহমান বিলাল, মাছুম আলম, এইচএম খলিল, আনোয়ারুল ইসলাম, আনোয়ার আলী, মকসুদুল করিম নুহেল, আজমল হোসেন তুহিন, সুমন আহমদ বিপ্লব, বেলাল আহমদ, তাজিদুর রহমান তাজুল, আসাদ মিয়া রুকন, সোহেল আহমদ, জাবেদ আহমদ, কামরান আহমদ, আব্দুল্লাহ আল মতি, সোয়েব আহমদ, আব্দুল খালিক নোমান, হাছন আলী, রোহেল আহমদ, সাবেল আহমা, সফিক মিয়া, শামসুর রহমান শুভ, ফয়সল আহমদ, শাহ মুকিত প্রমূখ।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, জুলাই বিপ্লব সহ বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুজির উদ্দিন।

দোয়া মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গণে সহস্রাধিক দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ