বোয়ালখালীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয়ে মিছিল ও সমাবেশ বিএনপির।
আপডেট সময় :
২০২৫-০৮-০৬ ১৭:৩৮:৫৬
বোয়ালখালীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয়ে মিছিল ও সমাবেশ বিএনপির।
এম মনির চৌধুরী রানা। বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্র-জনতার বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট, মঙ্গলবার, বিকেলে, বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সামনে সমাবেশ ও বিজয় মিছিল বের করে গোমদন্ডী ফুলতল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় মিছিল ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সওকত আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর. বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহীনুর শাহীন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, হাজি জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর, সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, ডা. মহসীন খান তরুণ, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার, জয়নাল আবেদীন সিকদার, মাহমুদুল হক মেম্বার, মজিবুল্লাহ মজু, হারুনুর রশিদ সুজন, হাজি পেয়ার মোহাম্মদ, জেলা যুবদলের সহসভাপতি দৌলত মিয়া, জসিম উদ্দিন মেম্বার, নুরুল আবছার, জসিম উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল হাসান ইকবাল, গোলাম হোসেন নান্নু, পৌরসভা যুবদলের মো: লোকমান, ইমরানুল হক জিকু, হাসান মেম্বার, আকরাম হোসেন দুলাল, কপিল উদ্দিন চৌধুরী, আবদুস সাত্তার, মিজানুল হক, বিএনপি নেতা মাহমুদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির নেতা মো: লোকমান, ইয়াছিন আলী, মো: ইউনুচ, ইকবাল, একরামুল হক বাপ্পি, মো: ইসমাইল, মো: মোরশেদ, রফিক, ইসকান্দর, সেকান্দর, নুরুল কবির, মো: ইসমাইল প্রমুখ।
বিজয় মিছিল ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহ যোগদান করেন।
প্রধান অতিথি আজিজুল হক চেয়ারম্যান বলেন, বোয়ালখালীতে আওয়ামী লীগের ব্যানারে উপজেলা চেয়ারম্যান, পৌরসভায় মেয়র, ইউনিয়ন পরিষদে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে বারবার। তাদেরকে আইন শৃংখলা বাহিনী এখনও গ্রেপ্তার করতে পারেনি। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স