ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ


আপডেট সময় : ২০২৫-০৮-০৬ ০৩:২৭:৪০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ
 
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি।
‎সিরাজগঞ্জের উল্লাপাড়া  উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে, উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টায়,র‌্যালিটি উল্লাপাড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে শহরের পুরাত বাসট্যান্ড এসে সমাবেশটি শেষ হয়।
 
‎সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইদুর রহমান বাচ্চু বলেন, সৈরাচার হাসিনার হাত থেকে বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির আজ এক বছর পূর্ণ হলো। যে আশা আকাঙ্খা, স্বপ্ন নিয়ে বাংলাদেশের আপামরসাধারণ মানুষ বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে একটি কুচক্রী মহল সেই আশা আকাঙ্খা ও স্বপ্ন ধুলিস্যতের চেষ্টা করছে। তারা কখনো বাংলাদেশের ভালো চাইনি আর এখনো চায়না।

তারা আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের সাথে মিশে ছিলো আর এখন খোলস বদল করে নতুন খেলায় লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ এই কুচক্রী মহলের সকল পরিকল্পনা ধুলিস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। পরে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধাণের শীষের পক্ষে ভোট চান।

তিনি বলেন, যদি আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারে তাইলে আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবো। এরপর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন।

আজাদ হোসেন তার বক্তব্যে বলেন, আমি এই সৈরাচার হাসিনার আমলের ২৫ বার কারাবরণ করেছি। এই টানা ১৭ বছর আমি আমার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় ঘোষিত সকল প্রোগ্রাম পালন করেছি। আমার পরিবারের উপর এই হাসিনা সরকারের আমলে অমানবিক নির্যাতন করেছে। আমার মা মারা যাওয়ার সময় আমার ছোট ভাই সাইফুল ইসলাম বাবলু কারাগারে ছিলো তাকে আমার মায়ের জানাজা করার জন্য প্যারোলে মুক্তি পর্যন্ত দেয় নাই। আমার মাকে বাবলু শেষ দেখা দেখতে পারে নাই এই খুনি সৈরাচার হাসিনা সরকারের প্রশাসন। হাসিনার পতনের পর উল্লাপাড়ার জামাত শিবিরের সন্ত্রাসীরা আমাকে সুপরিকল্পিত ভাবে মেরে ফেলার জন্য থানার গেটের সামনে আমার উপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে।

আল্লাহ আমার হায়াত রেখেছিলো আর তাই উল্লাপাড়া ও সলংঙ্গাবাসীর দোয়ায় আমি আজও বেঁচে আছি। আমাদের দল যদি নির্বাচনে ক্ষমতায় আসতে পারে আর আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এমপি হতে পারি তাইলে আমি এমপি হিসাবেনা আপনাদের সন্তান হিসে আপনাদের সেবায় কাজ করে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি তো সেদিন মরেই গেছিলাম যেদিন জামাত শিবিরের সন্ত্রাসী আমাকে মেরে ফেলার জন্য আমার উপর আক্রমণ করেছিলো এখন আল্লাহ আমাকে যে কয়দিন বাঁচিয়ে রাখে ততদিন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই।

তিনি সিরাজগঞ্জ জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দকে ওয়াদা করে বলেন, আমরা উল্লাপাড়া উপজেলা বিএনপি আগেও ঐক্যবদ্ধ ছিলাম আর এখনো আছি যার প্রমাণ আজকের এই গণজোয়ার আজাদ হোসেনে সর্বোশেষে সকলকে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক মঞ্চে আসার আহবান জানান। এবং সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হেসেন সবুজ সহ উল্লাপাড়া উপজেলা ও পৌরসভার বিএনপির সকল ইউনিয়ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ