জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্ট বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা।
আপডেট সময় :
২০২৫-০৮-০৬ ০৩:১৭:৪২
জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্ট বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা।
হিজলা প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের হিজলায় উপজেলায় র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা বিএনপি'র উদ্যোগে মঙ্গলবার, সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে র্যালি ও আনন্দ মিছিল এসে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়। র্যালি ও আনন্দ মিছিল শেষে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
হিজলা উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার এর নেতৃত্বে আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল ৪ হিজলা - মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ।
সংক্ষিপ্ত পথসভায় সাবেক এই সংসদ বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারের পতন করেছি আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি। বরিশাল-৪ আসনে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করার আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক স ম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আসাদুজ্জামান খাঁন সজল, উপজেলা কৃষকদল আহবায়ক সম ফারুক, ১ নং যুগ্ম আহ্বায়ক মামুন জমাদার,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স