জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি : ৫ আগস্ট (৩৬ জুলাই) গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা শাখার আয়োজনে ❝জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ❞ শীর্ষক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বরে (ট্রাফিক মোড়) এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম। র্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ওবায়দুল্লাহ সালাফী, জেলা শাখার সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির কামরুজ্জামান, সাবেক সভাপতি রঞ্জু ইসলাম ও সাব্বির আহমেদ।
বক্তারা বলেন, “পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিগত দিনে দেশের জনগণের ওপর বিশেষ করে ছাত্রশিবিরের কর্মীদের ওপর সীমাহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। শহীদ আতিকুল ইসলাম আপনের আত্মত্যাগ স্মরণ করে তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তারা আরও বলেন, “জুলাই সনদের ব্যাপারে সরকার যদি টালবাহানা করে, তবে দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আবারো একটি নতুন বিপ্লব গড়ে তোলা হবে।” অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিরা উপস্থিত ছিলেন।