দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে।
রাজশাহী তানোরে গণঅভ্যুত্থান এর বিজয় উপলক্ষে এক বিশাল আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে এক বিশাল আনন্দ র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় তিন রাস্তায় জমায়েত হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী- ১ আসন বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য (অবঃ) মেজর জেনারেল শরিফ উদ্দিন তিনি তার বক্তব্যে বলেন, গত বছরের জুলাই-আগস্টের তুমুল আন্দোলনের মুখে ০৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত আজকের নতুন এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই নতুন বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের ন্যায্য অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ জন্য প্রস্তুত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জনগণের কল্যাণের দেশ। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারীতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
তানোরে স্মরণকালের এত বড় বিএনপির আনন্দ র্যালি এর আগে, চোখে পড়েনি আর এই আয়োজন করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান তিনি বর্তমানে দল থেকে বহিষ্কৃত তবে উপজেলার ৭ টি ইউপি ও ২ টি পৌরসভার ৯০% শতাংশ নেতাকর্মী তাকে ঘিরেই বিএনপির রাজনীতি করেন আর তার ডাকে সাড়া দিয়েই তানোরে হয়ে গেল ইতিহাসের সেরা আনন্দ র্যালি ও আলোচনা সভা।
প্রধান অতিথির বক্তব্য ও আনন্দ র্যালি চলাকালীন নেতাকর্মীদের মুখে বারবার একি কথা শোনা গেছে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাদের নেতা মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে করতে হবে।
তানোর থানার মোড়ে প্রধান অতিথির বক্তব্য চলাকালীন মঞ্চের নিচেই ছিলেন, মিজান একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাকে কাঁধে তুলে স্লোগান দিতে দিতে মঞ্চে তুলে দেন।
এ সময় বিএনপি নেতা মিজান তার বক্তব্যে বলেন, রাজশাহী-১ আসন বিএনপির ঘাটি আমরা মনে প্রানে বিশ্বাস করি এ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অবঃ) শরিফ উদ্দিনকে কেন্দ্রীয় থেকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে। এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে এখন থেকেই সবাইকে কাজ করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজশাহী-১ আসন উপহার দেয়া হবে ইনশাআল্লাহ।
এদিকে, মিজানুর রহমান মিজান দল থেকে বহিষ্কৃত নেতা হওয়া সত্বেও তার ডাকে উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হন এক কাতারে এতেই প্রমাণ হয় যে তানোরে বিএনপি মানে মিজান আর এই মিজানের বিকল্প বিএনপি নেতা তানোরে নেই বললেই চলে। তাই আগামীতে মিজানুর রহমান মিজানের বহিষ্কৃত আদেশ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন উপজেলার সকল পর্যায়ে নেতাকর্মীরা।
আনন্দ র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল খাঁন।কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদুর রহমান জাহিদ, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদল নেতা গোলাম মোর্তুজা, এমদাদুল হক, সুলতান আহম্মেদ, শরিয়তুল্লাহ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান লাটু, কামরুল হাসান, জার্জিস মন্ডল, মুঞ্জুর রহমান, ওবাইদুর মাস্টার, মাহাবুব মোল্লা ও জালাল উদ্দীন, নান্নু,পলাশ, গাফ্ফার, প্রমুখ।
এছাড়াও, উপজেলার দুটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের সকল কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাএদলসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, এদিন বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালি ও আলোচনা সভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি স্মরণকালের সর্ববৃহৎ র্যালিতে
পরিণত হয়।