ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান।
আপডেট সময় :
২০২৫-০৮-০৫ ২২:০৮:১৩
ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান।
মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগষ্ট) দিনব্যাপী ভূঞাপুর চক্ষু হাসপাতালে প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম-এর উদ্যোগে ও ড. এম.এ মুহিত এর সৌজন্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভূঞাপুর চক্ষু হাসপাতাল এতে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন- প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর আওতাধীন ভূঞাপুর চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোমিনুল ইসলাম (রবিন) ও অপ্টোমেট্রিস্ট আইয়ুব আলী খান।
এ সময় মোট ১৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা, চেকআপসহ সেবা প্রদান করা হয়। পরে ৩জন রোগীকে স্বল্পখরচে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স