ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে মোবাইলে ব্যাস্থ সাপের কামড়ে মৃত্যু।


আপডেট সময় : ২০২৫-০৮-০৫ ১৯:২৯:৫৩
বোয়ালখালীতে মোবাইলে ব্যাস্থ সাপের কামড়ে মৃত্যু। বোয়ালখালীতে মোবাইলে ব্যাস্থ সাপের কামড়ে মৃত্যু।

এম মনির চৌধুরী রানা। 

বোয়ালখালীতে সাপের কামড়ে মুহাম্মদ আরমান তালুকদার (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলো।


স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ মাটির ঘরের বিছানায় শুয়ে মোবাইল দেখছিলো মোবাইলে ব্যাস্থ থাকায় । রাত ১টার দিকে জানলার পাশে থাকা তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেয়নি।


এরপর আবারো সাপে কাটলে ক্ষত স্থানে দিয়ে রক্ত পড়তে থাকে। এর এক পর্যায়ে আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো.শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আরমানকে দাফন করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ