ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে খড়ির ঘর থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৫ ১৯:১৩:৫৩
পঞ্চগড়ে খড়ির ঘর থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে খড়ির ঘর থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মো. মোহন মিয়া, স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট বাজারে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খড়ের ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম দক্ষিণ টুনিরহাট এলাকার বাসিন্দা, তিনি মৃত মহির উদ্দিনের ছেলে।


জানা গেছে, সোমবার রাতেও প্রতিদিনের মতোই রফিকুল ইসলাম স্থানীয় মাজেদুল ইসলামের খড়ের গুদামে পাহারা দিতে যান। তবে মঙ্গলবার সকালেই তার লাশ গলাকাটা অবস্থায় খড়ের ঘরে পড়ে থাকতে দেখা যায়। কাঠ কাটতে আসা এক কাঠুরিয়া প্রথমে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।


খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমি ইমতিয়াজ জানান, প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।


এদিকে স্থানীয়দের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। অনেকেই মনে করছেন, হয়তো কোনো অপরাধের তথ্য জানার কারণে বৃদ্ধ রফিকুল ইসলামকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানানো হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ