পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা এমদাদ গ্রেফতার।
আপডেট সময় :
২০২৫-০৮-০৩ ২০:০২:০১
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা এমদাদ গ্রেফতার।
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা এমদাদুল হককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হলিষ্টিক ফার্মেসীর সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার এমদাদুল হক, তিনি উপজেলার বিরালদহ টোনাপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য বেশ কিছুদিন থেকে এলাকার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল।
তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স