ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত।


আপডেট সময় : ২০২৫-০৮-০৩ ১৮:২৩:৫২
বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত। বুড়িচংয়ে মসজিদে নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মন (২৮) নামে এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়েছেন।


শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, বুড়িচং থানার ওসি আজিজুল হক। (২ আগষ্ট) শনিবার রাত ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভিতরে এশার নামাজের সময় ঘটনাটি ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও  সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।


আহত সায়মনকে মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীর রয়েছে বলে পরিবার জানায়।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মো. সেলিম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সম্বায়কারী স্থানীয় বাসিন্দা সোহেল রানাসহ অন্যান্যরা জানায়, শংকুচাইল বাজারের জনতা ব্যাংকের সংলগ্ন মার্কেটের মোবাইল দোকানদার সায়মনের কাছ থেকে একটি নতুন মোবাইল ক্রয় করেন সুমন (২৬)। শনিবার সন্ধ্যায় পাওয়া টাকা চাইলে দিতে অপরাগতা জানায় সুমন। পরে সে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়।


স্থানীয়রা জানায়, ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ভিডিও ম্যান আব্দুল ছাত্তারের ছেলে। সে প্রায় সময় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়া এলাকার সাবেক সেনা সদস্য আলী হায়দার ও রতন মাস্টারের ভাগিনা


মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, ‘জামাতে এশা নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদারত অবস্থায় এ ঘটনা ঘটেছে।’


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত বিষয়টি তদন্ত করে ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে এবং অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ