ফেনী জেলা প্রতিনিধি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম।
৩১ জুলাই, বৃহস্পতিবার, বিকেল ৪ টা হতে জেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হওয়া আলোচনা শেষে প্রচুর বৃষ্টি সত্বেও বিশাল র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর হতে অধ্যাবধি ক্ষমতাসীনরা তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে যুব সমাজকে ব্যবহার করে আসছে। বই, খাতা ও কলমের পরিবর্তে যুব সমাজের হাতে তুলে দিয়েছে মাদক আর অস্ত্র । ২৪ এর গণঅভ্যুত্থানের পর মানুষ বুকে আসা বেঁধে ছিল এবার বুঝি আমরা স্বাধীনতার কাঙ্ক্ষিত ফল উপভোগ করব। কিন্তু আমরা দেখতে পেলাম বৃহৎ একটি দল ক্ষমতায় আসার পূর্বেই দলীয় প্রভাব বিস্তার কেন্দ্রিক দ্বন্দ্বে এ পর্যন্ত নিজ দলের দেড়শতাধিক মানুষকে খুন করেছে।
তিনি বলেন, যারা ভাগাভাগির জন্য নিজ দলের কর্মীর চেহারা বিকৃত করে দেয়, তারা ক্ষমতায় গেলে দেশের চেহারা বিকৃত করে ফেলবে। এজন্যে পি,আর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে মানুষের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করে সংসদ গঠন করতে হবে। যাতে করে পতিত স্বৈরাচারের মতো নতুন কোন স্বৈরাচার, ফ্যাসিবাদ জন্মিতে না পারে।
প্রধান বক্তা বলেন, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, চোরাকারবারী ও মাদক সেবনসহ নানা অপকর্মে লিপ্ত যুবসমাজকে সঠিক পথের দিশা দিচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। স্বার্থবাদী শাসকগোষ্ঠী ক্ষমতার স্বার্থে যুবকদের ব্যক্তিত্ব ও চরিত্র ধ্বংস করে দিচ্ছে। সেখানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুব সমাজকে সত্য ও সুন্দরের পথে আহ্বান জানাচ্ছে। ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলদের রক্তে কোন মাদকের চিহ্ন নেই। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি সহ কোন অন্যায় অপকর্মে তাদের ন্যূনতম সংশ্লিষ্টতার প্রমাণ নেই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যেখানে যদি কোন অন্যায় অপরাধী ও সংযুক্ত হয় সে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠে। এজন্য তিনি ফেনীর সকল যুব সমাজকে ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে এসে সমবেত হওয়ার মাধ্যমে আত্মগঠন ও আত্মসংশোধনের কাফেলায় শামিল হওয়ার আহ্বান জানান।
জেলা সাধারণ সম্পাদক মুফতী আতাউল্লাহ কবীর ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান ফারুকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার মুহতারাম সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মীর আহমেদ মীরু, দুবাই শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা কবির আহমদ পাটোয়ারী, সাবেক জেলা সহ সভাপতি মাওলানা হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব সাইফুদ্দিন শিপন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আলী আহমেদ ফোরকান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ আল শামীম সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব বিন ইউসুফ প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুজ্জামান সদর পূর্ব শাখা সভাপতি ওমর ফারুক শাহীন, পৌর শাখা সাধারণ সম্পাদক মুফতি রাহমাতুল্লাহ আশরাফী সহ জেলা ও উপজেলার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
উপস্থিত ছিলেন, জেলা দপ্তর সম্পাদক মাওলানা আবু রায়হান, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হালিম যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মহিবুল্লাহ, পৌর শাখা সভাপতি হাফেজ মঞ্জুর আলম সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
বৃষ্টিতে ভিজে সম্মেলন ও র্যালীতে অংশ নেওয়ায় জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানান।