ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধ ও স্মারলিপি প্রদান।
আপডেট সময় :
২০২৫-০৭-৩০ ১৯:০৩:১৮
ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধ ও স্মারলিপি প্রদান।
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নিমতলা মোড়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই।
গতকাল বুধবার সকাল ১১টায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকার কর্তৃক ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র বাতিল করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোঃ আনিসুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, অত্যন্ত দুঃখ জনক হলেও সত্য যে, ৫ অগষ্ট ২০২৪ এর পট পরিবর্তনের পর সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোষর এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করে যাচ্ছে। যার প্রতিশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান সরকারি, বেসরকার ও কিন্ডারগার্টেন এর বিদ্যালয় সমূহের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষ অধিদপ্তর কর্তৃক ৫ম শ্রেণির প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন সরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এটি একটি অত্যান্ত দুঃখ জনক বিষয়। এটি করা হলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এরূপ বৈষম্য আমরা কোন মতেই মেনে নিতে পারি না। তাই এই পরিপত্র বাতিল করতে হবে যাতে করে আমাদের দেশের সকল শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে। তা না হলে কিন্ডারগার্টেন ঐক্য পরিষ আন্দোলনে যেতে বাধ্য হবে। মাববন্ধন শেষে দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্ঠা মোঃ আলতাফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, জুলফিকার আলী, সাজেদুর রহমান, গণেশ চন্দ্র সাহা, আব্দুল্লাহ্ধসঢ়, রফিকুল ইসলাম, হেলাল, রোস্তম আলী, সামসুর রহমান সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চিরিরবন্দরে উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্পে চরম।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স