বানারীপাড়ায় মুনিয়া ইসলামের সাফল্যে অভিভূত সবাই।
বানারীপাড়ায় মুনিয়া ইসলামের সাফল্যে অভিভূত সবাই।
বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী মুনিয়া ইসলামের সাফল্যে এলাকার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অভিভূত হয়েছেন। মুনিয়া ইসলাম ২০২২ সালের দাখিল পরীক্ষায় এম এ লতিফ বহুমূখি ফাজিল মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে।
মঙ্গলবার ২৯ জুলাই সকালে বানারীপাড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের দাখিল পরীক্ষায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মুনিয়া ইসলামকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বায়েজেদুর রহমান প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুনিয়া ইসলামকে তার কৃতিত্বের জন্য সনদ ও ক্রেস্ট প্রদান করেণ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপাকক। মম। র ভাইজার জয়শ্রী কর, এম এ লতিফ বহুমূথি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. মাহামুদুল হাসান, বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত প্রমূখ।
উল্লখ্য, মুনিয়া ইসলাম ২০২৪ সালের আলিম পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে অনন্য হওয়ার গৌরভ অর্জন করেছে। মুনিয়া ইসলাম শিক্ষক মো. সুলতান হোসাইন ও মোসাঃ গুলে জান্নাত দম্পতির একমাত্র কন্যা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স