ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও'র মতবিনিময়।


আপডেট সময় : ২০২৫-০৭-৩০ ০০:৩৩:০৭
তানোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও'র মতবিনিময়। তানোরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও'র মতবিনিময়।


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। চলতি মাসের ২৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত, থেকে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। 


এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, মুন্ডুমালা কামিল মাদ্রাসার সুপার আমির উদ্দিন, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডী, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম।


তানোর আল মাদ্রাসাতুল ইসলাহীয়া মাদ্রাসার সুপার মোকসেদ আলী, তানোর কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাম কমল সাহা, মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, জিওল দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দীন মিঞা, ছাঐড় নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মাহমুদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ইউএনও লিয়াকত সালমান বলেন, দুঃখ জনক হলেও সত্য যে তানোর উপজেলার কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশের ফলাফল করতে পারেননি। আগামীতে কিভাবে আরো ভালো ফলাফল করা যায় এবং গুনগত শিক্ষা দেয়া যায় সে বিষয়ে পরিকল্পনা অনুযায়ী পাঠ দানের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন তিনি। 


শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মাট ফোন নিয়ে না আনে সে বিষয়ে প্রধান শিক্ষক দের সজাগ থাকতে বলে তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। এসময় জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের নিমিত্তে আলোচনা করা হয়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ