নিজস্ব প্রতিবেদক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার মহাসড়কে ক্লাস নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০:০০টা থেকে আরম্ভ হয়ে ১২:০০ মিনিট পর্যন্ত শিক্ষকমণ্ডলী বিভিন্ন বিষয়ে পাঠদান করেন।
প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন।
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে আন্দোলন করে এই আন্দোলন চলাকালে একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়- এর ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ টাকার ডিপিপি অনুমোদন তো নয়ই, একনেকের এজেন্ডাভুক্তও না করা দেশের শিক্ষাব্যবস্থায় চরম বৈষম্যের ইঙ্গিত দেয়।
সমস্ত শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষের।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.জাবেদ ইকবাল বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী- কর্মকর্তা- কর্মচারীসহ এই অঞ্চলের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ। আমরা প্রত্যাশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার কেবল নীতিগত অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত ডিপিপি অনুমোদন ও বাস্তবায়ন কার্য আরম্ভ করে সকলের কৃতজ্ঞতাভাজন হবেন।