ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন।


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ১৩:২৫:৫১
উল্লাপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন। উল্লাপাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন।


মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি


২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 
মানববন্ধনে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পড়াক্রম কুন্ডু বলেন, বৃত্তি পরীক্ষা সব শিক্ষার্থীর অধিকার। সরকারি-বেসরকারি বিভাজন করে শিশুদের শিক্ষা-অধিকার হরণ করা হচ্ছে। আমরা এই বৈষম্য মানি না মানবো না

 
মানববন্ধনে সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক বলেন, বৈষম্য ধূর করনের জন্য হাজারো শিক্ষার্থী এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। অথচ শিক্ষা ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। বৈষ্যেমের কারনে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের স্বপ্নভঙ্গের কারণ হবে। শিক্ষা একটি মৌলিক অধিকার, সেখানে কোনো প্রকার বৈষম্য মেনে নেওয়া যায় না। তাই আমরা দাবি করি পূর্বে মতই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি করবে।

 
এক শিক্ষার্থীর অভিভাবক পুজা কুন্ডু বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হয় ও নিজেদের মেধার প্রমাণ দেয়। কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলে পড়ালেখা করলেই কেন বঞ্চিত হবে—এ প্রশ্ন তোলেন তারা।

 
মানববন্ধন থেকে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান বক্তরা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ