ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ।


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ০২:০২:০৪
ভালুকায় শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ। ভালুকায় শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ।
 
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আশ্রাব আলী ও আক্কাছ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে আব্দুর রউফ বাদী হয় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 
অভিযোগ সূত্রে জানা যায়, কাচিনা ইউনিয়নের বাটাজোর নতুন বাজার এলাকায় প্রায় ৩শ বছর ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তায় আকাশমনি গাছের চাঁরা রোপন করে রাস্তাটি স্থায়ী ভাবে বন্ধ করে দেয় আশ্রাব আলী গংরা। 

 
জানা যায়, বিগত আওয়ামী লীগের আমলে থাকা ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দীনের ঘনিষ্ঠ হওয়ায় আশ্রাব আলী বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকার শতাধীক মানুষ আছে মহা বিপদে। রাস্তা বন্ধের ঘটনায় স্থানীয়রা বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার মেলেনি। স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী সহ মুক্তিযোদ্ধার পরিবার ও সরকারী চাকুরীজিবীরাও রাস্তাটি দিয়ে চলাচল করতে না পারায় তাদের দুর্ভোগ চরমে।

 
এ ঘটনায়, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রউফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রাস্তা বন্ধের ঘটনায় অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ