ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভূমি উদ্ধার অভিযান পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকায় ১৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ।


আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ০০:৫৯:২৮
কালীগঞ্জে ভূমি উদ্ধার অভিযান পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকায় ১৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ। কালীগঞ্জে ভূমি উদ্ধার অভিযান পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকায় ১৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ।

তৈয়বুর  রহমান (কালীগঞ্জ) গাজীপুর : রাজধানী ঢাকার নিকটবর্তী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ সেক্টরের ১৪৪ একর সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।     


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। সঙ্গে ছিলেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারীমন সুলাতান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।


অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি এবং পুলিশ বাহিনীর সদস্যরা সহায়তা করেন। সরকারি তথ্য অনুযায়ী, সংরক্ষিত ওই বনাঞ্চলে ৪৪ ব্যক্তি অবৈধভাবে ১৫৫টি ঘর নির্মাণ করেছিলেন। এই অঞ্চলটি ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২২(১) ধারা অনুযায়ী “বিশেষ জীববৈচিত্র্য এলাকা” হিসেবে ঘোষণা করা হয়।     


প্রাকৃতিক শাল গাছ, কপিচসহ নানা উদ্ভিদ ও প্রাণীতে সমৃদ্ধ এ বনাঞ্চল পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংরক্ষিত বনভূমি রক্ষায় এবং অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।     


পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক অঙ্গীকার পালন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে সরকার বন ও বন্যপ্রাণী সংরক্ষণে জোরালো পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে দেশের মোট ভূখণ্ডের ১৫.৫৮ শতাংশ বনভূমি এবং ২২.৩ শতাংশ বৃক্ষাচ্ছাদন রয়েছে। ২০২৫ সালের মধ্যে বৃক্ষাচ্ছাদন ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।     


বাংলাদেশ সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে উল্লেখ রয়েছে। সেই ধারাবাহিকতায় সংরক্ষিত বনে বনায়ন, সামাজিক বনায়ন, উপকূলীয় বন সৃজনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ