ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের মানববন্ধন।


আপডেট সময় : ২০২৫-০৭-২৮ ২৩:১২:৫২
খানসামায় বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের মানববন্ধন। খানসামায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলাতেও মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি খানসামা উপজেলা শাখা।

 
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে খানসামা উপজেলার অন্তর্গত বিভিন্ন কিন্ডারগার্টেন একযোগে মানববন্ধনে অংশ নেয়। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান এবং উপজেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 
মানববন্ধনে শিক্ষকরা বলেন, “সরকারি বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

 
তাঁরা আরও বলেন, “সরকারি বিদ্যালয়ে ধনী-গরিব সব শ্রেণির শিক্ষার্থীই পড়ে, ঠিক তেমনি কিন্ডারগার্টেনেও পড়ে। তাহলে কেন শুধু কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে? আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।”
 

স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীরাও আবেগঘন বক্তব্যে জানান, আমরা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। আমাদের শিক্ষা ও মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করে বৈষম্য করবেন না। এটা আমাদের অধিকার।

 
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।

 
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে। এই সিদ্ধান্তে সারা দেশের মত খানসামার কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে।

 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ