কটিয়াদীতে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু।
আপডেট সময় :
২০২৫-০৭-২৮ ২২:৪২:৪৮
কটিয়াদীতে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু।
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীতে গোসল করতে গিয়ে মোঃ শিমুল (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) মসূয়া ইউনিয়নের বৈরাগিরচর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিমুল বৈরাগীচর গ্রামের কবির হোসেনের ছেলে ও কটিয়াদী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, রবিবার বিকালে পুরাতন ব্রহ্মপুত্র নদীর খেয়াঘাটে গোসল করতে নামে। সাতার না জানার কারণে সে পানির নিচে তলিয়ে যায়। পরে প্রায় ঘন্টাখানেক খুজার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার থেকে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবো।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স