ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে জোয়ারের সময় বিপদসীমা কাছাকাছি পানি।


আপডেট সময় : ২০২৫-০৭-২৮ ২১:৩১:৩৭
চট্টগ্রামে জোয়ারের সময় বিপদসীমা কাছাকাছি পানি। চট্টগ্রামে জোয়ারের সময় বিপদসীমা কাছাকাছি পানি।

এম মনির চৌধুরী রানা : গতকাল ২৭ জুলাই রবিবার সারাদিন সকাল থেকে ভারী বর্ষণে ভোগান্তিতে নগরবাসী। সাগরের নিম্নচাপের প্রভাব কেটে গেলেও চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও দুই-তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ঝড়ো হাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় আপাতত সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী দুই-তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ধসের সম্ভাবনাও রয়েছে। এদিকে রবিবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।  


এদিকে, রবিবার সকাল থেকে টানা ভারী বর্ষণের কারণে বিপাকে পড়েন স্কুল, অফিসগামী, শিল্প-কারখানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনভর সড়কে যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। বিশেষ করে সড়কে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছিল কম। এ কারণে এসব যানবাহনের চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। 


এদিকে, অমাবস্যার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় গত দুইদিন ধরে নগরের বিভিন্ন খালের পানি উপচে পড়ছে। এ কারণে নগরের মোহরা ও আগ্রাবাদের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। রবিবার সকালেও একই দৃশ্য দেখা গেছে। এসব এলাকার স্থানীয় বসতবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। এ কারণে বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানের ভেতর থেকে পানি সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছেন এসব এলাকার বাসিন্দারা। 


বাংলা বাজার এলাকার বাসিন্দা মো সালাউদ্দিন বলেন, আমার বাসার নিচতলা জোয়ারের পানিতে ডুবে গেছে। পার্কিং এ থাকা গাড়ির চাকা ডুবে গেছে। আর একটু পানি বাড়লে গাড়ির ভেতরেও পানি ঢুকে যাবে। বাসার সামনে কয়েকটি মুদি দোকান আছে, সেগুলোতেও পানি প্রবেশ করেছে। 


কালুরঘাট এলাকার ইয়াসিন বলেন, একদিকে বৃষ্টি, অন্যদিকে, জোয়ারের পানির চাপ। আমার বাসার ভেতরে পানি ঢুকেছে। ইটের উপর ফার্নিচার বসিয়ে কোনোরাকমে  রক্ষা করেছি। রান্নাসহ ঘরের আনুষঙ্গিক কাজ করতে ভোগান্তি পোহাতে হয়েছে। পরে মটরের সাহায্যে পানির পরিমাণ কিছুটা কমিয়েছি।


চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কর্ণফুলী নদীতে ৪ দশমিক ১৫ মিলিমিটার জোয়ারের উচ্চতাকে বিপৎসীমা হিসেবে ধরা হয়। সেখানে রবিবার (২৭ জুলাই) বিকাল ৩টার দিকে কর্ণফুলী নদীতে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৬৫ মিলিমিটার। সে হিসেবে পানি বিপৎসীমার মাত্র আধা মিলিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হালদা নদীতে ৮ দশমিক ৪২ মিলিমিটার জোয়ারের উচ্চতাকে বিপৎসীমা হিসেবে ধরা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া এলাকায় হালদা নদীতে বিকাল ৩টায় জোয়ারের উচ্চতা ছিল ৪ দশমিক ৭৮ মিলিমিটার। যা বিপৎসীমা থেকে ৪ মিলিমিটার নিচে আছে। 


পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনিস হায়দার জানান, কর্ণফুলী নদীর পানি জোয়ারের সময় একেবারে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ফলে জোয়ারের সময় কিছু কিছু এলাকা প্লাবিত হচ্ছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ