ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিএনসির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-২৮ ১৭:০৪:২৫
রাজশাহীতে ডিএনসির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল। রাজশাহীতে ডিএনসির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল।
 
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি), বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল। 
পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, গত (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ডিএনসি তার বাসায় নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে। ওই সময় তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চালায় বলে অভিযোগ।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন রাত ১২টার পর। পিয়ারুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত। তাই সে ডিএনসি'র নজরদারিতে থাকায় সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করা হয় এবং প্রতিবেশীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ৬টার পর সাক্ষীর সঙ্গেই জব্দ তালিকা তৈরি করে অভিযান শেষ করে চলে আসেন তারা। 
 

রাহান বলেন, অপপ্রচার পরিবেশিত হয়েছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই করেছে, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। 

 
এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ