জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে জলঢাকা উপজেলার আলফালা মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জুলাই -আগষ্ট অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে-২০২৪ এ তৎকালীন বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটে এবং আন্দোলনে হাজার হাজার ছাত্র-ছাত্রী,নারী,শিশু আহত ও শাহাদাত বরণ করেন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে জেলা সেক্রেটারি রেজাউল করিম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।
প্রধান অতিথি আসাদুল ইসলাম দোয়ার বলেন, জুলাইকে সমুন্নত রাখতে হবে জুলাই অভ্যুত্থান হয়েছে বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে। জুলাই গন অভ্যুত্থানের বিভীষিকাময় দিনের কথা সবাইকে স্মরণ করে জুলাইয়ের চেতনা লালন করতে বলেন
এছাড়াও উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা আমীর মাও.মোখলেছুর রহমান এবং ছাত্রশিবির নীলফামারী জেলার শাখা ও থানা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।