ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতী তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে নতুন বাংলাদেশের জন্য-আবদুল হালিম।


আপডেট সময় : ২০২৫-০৭-২৫ ২৩:২৬:২১
জাতী তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে নতুন বাংলাদেশের জন্য-আবদুল হালিম। জাতী তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে নতুন বাংলাদেশের জন্য-আবদুল হালিম।
 
জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি : আগামী জাতীয় নির্বাচন হবে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন, আর সেই নির্বাচনে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

 
শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলার চারটি সংসদীয় আসনের রুকনদের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 
সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, জাতি আজ জামায়াতের দিকে তাকিয়ে আছে। নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ার আশায় মানুষ অপেক্ষায় আছে। এজন্য আমাদের অতীতের চেয়ে অনেক বেশি ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে।

 
তিনি আরও বলেন, এ টি এম আজহার ভাইয়ের মুক্তি, জামায়াতের নিবন্ধন পুনঃপ্রাপ্তি এবং প্রতীক ফিরে পাওয়া—সব মিলিয়ে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা ইতিবাচক বার্তা বহন করছে।

 
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, অঞ্চল টিমের অন্যতম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ।

 
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ডা. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলার চারটি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীবৃন্দ এবং উপজেলার আমিরগণ।

 
দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সাংগঠনিক দিকনির্দেশনা, রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
জামায়াত নেতারা দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান, “ত্যাগ, শৃঙ্খলা ও দাওয়াতের” মাধ্যমে আগামী নির্বাচনে জনআস্থা অর্জনের লক্ষ্যে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ