মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ : জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় হাওর অঞ্চলের জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে ‘Haor Resilience and Preparedness Initiatives (HaRPI)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জার্মানির Aktion Deutschland Hilft (ADH) -এর অর্থায়নে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম৷ সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল এবং সঞ্চালনা করেন ইখতিয়ার আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার কাজল আলপনেস ড্রং। সভায় সহযোগিতা ও সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
সভায় জানানো হয়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার উত্তর বড়দল, উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো— হাওর অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে সভায় মতপ্রকাশ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, এবং বিশিষ্ট সমাজসেবক ছানোয়ার হোসেন খান পাঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, হাওর এলাকার জনগণকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে ‘হারপি’ প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।