পরিবেশ রক্ষায় কালীগঞ্জ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি
আপডেট সময় :
২০২৫-০৭-১৭ ১৯:৩৮:০৬
পরিবেশ রক্ষায় কালীগঞ্জ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও সবুজ পরিবেশ গড়ে তুলতে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার সামনে থেকে শীতলক্ষ্যা নদীর পাড় পর্যন্ত শ্মশানঘাট এলাকা জুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
“পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই” স্লোগানকে সামনে রেখে এবং “সঠিক নিয়মে বৃক্ষ রোপণ, যত্ন ও পরিচর্যার মাধ্যমে হোক পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন” প্রতিপাদ্যে এই আয়োজন সম্পন্ন হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালীগঞ্জ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মু. আতিকুর রহমান ভুঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রমুখ। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়মিত পরিচর্যা। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাধারণ জনগণ। দিনব্যাপী আয়োজনে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করা হবে, যাতে পরিবেশ সচেতনতা ও কার্যকর ভূমিকা আরও প্রসারিত হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স