ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খোকরা সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ১৩:৩৫:০৫
খোকরা সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ গেলো যুবকের খোকরা সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ গেলো যুবকের
 
নিজস্ব প্রতিবেদক

 
ভোলার মনপুরা উপজেলায় শখের বসে পালন করা বিষধর গোখরা সাপের কামড়েই মর্মান্তিক মৃত্যু হয়েছে, মোঃ শাকিল (২৫) ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড এর বাসিন্দা খোকন মাঝির ছেলে শাকিল শখের বশে ১ টি খোকরা সাপ পালন করেন ৮ মাস ধরে তার নিজ বাড়িতে। শাকিল পেশায় একজন জেলে। ৮ মাস আগে খোকরা সাপটিকে এক বাড়ির সামনের থেকে ধরে শাকিলের বাসায় নিয়ে আসে। সাপটি প্রায় চার ফুট লাম্বা। ৫ জুলাই (রবিবার) সাপটি নিয়ে ১ নং ওয়ার্ড এর  তালতলা বেড়ির পাসে খেলা করার সময় সন্ধা ৬ টার দিকে তার বাম পায়ের উরুতে কামর বসিয়ে দেয় খোকরা সাপটি। শাকিল তার নিজের মুখ দিয়ে সাপে কাটা অংশ থেকে চুষে চুষে বিষ নামানোর চেষ্টা করে। কিছু টা সুস্থ হয়ে এর পর লালু ওজার কাছে তাকে নিয়ে যায় তার পরিবার। লালু ওজা বিষ নামিয়ে পেলে। বিষ নামানোর পর কিছুটা ভালো হলেও ১ থেকে দেড় ঘন্টা পর তার অবস্থা আশংকা জনক হতে থাকে।


এরপর, খোকরা সাপটি কে ছেড়ে দেয় লালু ওজা। শাকিলের অবস্থা আশংকা জনক দেখে তার পরিবারের লোকজন রাত ১১ টায় তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে এন্ট্রি ভেনম ডোজ দেওয়া হয়। এন্ট্রি ভেনম দেওয়ার পর শাকিল অনেক বার বোমি করতে থাকে। রাত আনুমানিক ৪:১০ মিনিটে মনপুরা হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় তিনি মারা যায়। 

 
মনপুরা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান অনিক এ মৃত্যু কথা নিশ্চিত করেন, এই বিষয়ে মনপুরা থানায় অবহিত করা হয়নি। শাকিলের লাশ এখন তার নিজ বাড়িতে আছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ