আব্দুল্লাহ আল মামুন, নবীনগর প্রতিনিধি
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সংগঠন “নবীনগরনামা”- এর উদ্যোগে আজ তিতাস নদীর মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগকে কেন্দ্র করে নদীর পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত নবীনগরনামা ফেসবুক গ্রুপের এডমিন ও সদস্যবৃন্দ জানান, এ সময় প্রায় ৩ মন মাছ নদীতে অবমুক্ত করা হয়।
এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, পরিবেশকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নবীনগরনামা শুধু একটি ফেসবুক গ্রুপ নয়—এটি ধীরে ধীরে হয়ে উঠছে নবীনগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতার এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম। পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি তারই একটি অনন্য দৃষ্টান্ত।