ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ


আপডেট সময় : ২০২৫-০৭-০২ ০১:৩৩:২১
নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ
 
 
নবীনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ভেসে থাকা এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক সাত বছর বয়সী এই শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তার মরদেহ উদ্ধারের খবরে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
 
 
সোমবার (৩০ জুন) সকালে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে বিষয়টি দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে থানা পুলিশকে খবর দেন।
 
 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
 
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, না-কি হত্যাকাণ্ড-সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।
 
 
এদিকে, এমন একটি করুণ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, শিশুটি হয়তো পাশের কোনো এলাকার, অথবা তাকে বাইরে থেকে এনে এখানে ফেলে যাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি।
 
 
নিহত শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মসজিদ-মাদ্রাসায় মাইকিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।
 
 
ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ