তানিম আহমেদ, নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদসহ মো. শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
১ জুলাই সোমবার রাতে উপজেলার বারোমারী এলাকা থেকে মো. শহিদুল ইসলাম আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাওধারা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলেও জঙ্গলের দুর্গম পথঘাট অচেনা হওয়ায় অন্যদের আটক করা সম্ভব হয়নি।
১ জুলাই, ২০২৫: শেরপুরের সীমান্তবর্তী উপজেলা দাওধারা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢালুকোনা এলাকার বাসিন্দা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহিদুলকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, এই ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।