ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০২ ০০:১৯:৪৮
হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন আসামী গ্রেফতার। হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন আসামী গ্রেফতার।
 
 
নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে পাটগ্রাম থানার চাঞ্চল্যকর রহিজ উদ্দিন (৪৮)’কে হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন আসামী গ্রেফতার।
 
 
বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
 
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় মোঃ রহমত আলী এবং মোঃ জসমত আলী'দের সাথে দীর্ঘদিন যাবৎ ভিকটিম রহিজ উদ্দিন (৪৮) জমিজমাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। আসামীদ্বয় জমি দখলকে কেন্দ্র করে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি প্রদান করতো।
 
 
এরই ধারাবাহিকতায় ইং ১৭ জুন ২০২৫ তারিখে আসামীদ্বয় মোঃ রহমত আলী ওরফে দুলু বাউ এবং মোঃ জসমত আলী ওরফে বড় বাউ ভিকটিমের জমিতে জোরপূর্বক গাছ রোপন করার জন্য যায়। ভিকটিম রহিজ উদ্দিন (৪৮) আসামীদ্বয়কে উক্ত জমিতে গাছ রোপনে বাধা প্রদান করায় তার বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরতর জখম করে। এক পর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে  এবং চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে  গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ-১৭/০৬/২০২৫, পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারা। 
 
 
বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর নজরে আসলে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক যৌথদল ইং ৩০ জুন ২০২৫ তারিখ পৃথক পৃথক অভিযানে আনুমানিক সময় রাত ২৩.৫৫ ঘটিকা এবং ইং ০১ জুলাই ২০২৫ তারিখ রাত ০২.১৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন এলাকা হতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ রহমত আলী (৫৫), পিতা-মোঃ ইউনুস আলী এবং সহযোগী ০৩ নং মোঃ জসমত আলী (৬০), পিতা-মোঃ ইউনুস আলী, উভয় সাং-বেলেরবাড়ী, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ