ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমান গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০১ ১৯:২১:২৫
বিপুল পরিমান গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বিপুল পরিমান গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সোনামোড়া এলাকা থেকে ৬২ কেজি গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। 


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল অদ্য ০১ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০১:৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন হরষপুর ইউপির সোনামোড়া এলাকার পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ জন ব্যক্তি ০৫টি প্লাস্টিকের বস্তা রেখে কৌশলে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ০২ জন ব্যক্তিকে ধৃত করা হয় এবং অপর ০২ জন ব্যক্তি দৌড়িয়ে পালিয়ে যায়।


ধৃত ব্যক্তিদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানান যে, তাদের হেফাজতে থাকা ০৫টি প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে এবং তারা গাড়ীর জন্য অপেক্ষা করতেছিল। পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের নিজ নিজ হাতে বাহির করে দেওয়া মতে ০৫টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৬২ (বাষট্রি) কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন- ১। মোঃ ফারুক (২৫), পিতা- দেলোয়ার আলী, সাং- মজলিশপুর, মজলিশপুর ইউপি, থানা-সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং ২। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- মোঃ হোসেন মিয়া, সাং- ছোট বাকাইল, মজলিশপুর ইউপি, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। 


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ¦য় ও পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ